Header Ads Widget

Responsive Advertisement

" শেখ রাসেল দিবস পালিত হয়েছে নানা কর্মসূচীতে রাঙামাটির কাপ্তাইয়ে"


প্রতিনিধি, কাপ্তাই ( রাঙামাটি) 








কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে " শেখ রাসেল দিবস " উপলক্ষে সোমবার সকাল ৯ টা হতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। 

কর্মসূচীর মধ্যে ছিল  উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু কিশোরদের নিয়ে উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে " শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস " এই প্রতিপাদ্যকে নিয়ে সেমিনার। 


এদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলার সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার সোমবার সকালে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এইসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,  কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments