শিতাতপ নিয়ন্ত্রীত রুমে হাজার টাকার খাটে শুয়ে ঘুমের ঔষধ খেয়েও ঘুমাতে পারেনা ডিপ্রেশনে ভুগে এমন অনেকেই আছে। আর অন্যদিকে এক দিন মজুর সারাদিন পরিশ্রম করে বিছানায় পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়ে।”
কেউ হাজার টাকা খরচ করে জিমে গিয়ে ফিটনেস ঠিক রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর কারো মাটি কাটতে কাটতে অটোমেটিক ফিটনেস হয়ে গেছে।
কেউ টাকা আছে খেতে পারেনা, আর কেউ টাকার জন্য খেতে পারেনা।”
কেউ ওজন কমানোর জন্য শুকনা মুড়ি খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে, আর কেউ ভালো খেতে পারেনা বলে রোগা হয়ে আছে।
সব কিছুর মাঝে থেকেও কেউ আত্মহত্যা করছে, আবার কেউ বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পেতে যাচ্ছে। কেউ পরিপূর্ণতায় সুখ খুঁজে পায়না, আর কেউ অপরিপূর্ণ থেকেও দিব্যি হেসে বেড়াচ্ছে।
ছোট বেলায় গল্পের বইতে পড়েছিলাম– ‘রাজার অসুখ হয়েছে, সুখি মানুষের জামা পড়লে তার অসুখ সারবে। অনেক খুঁজে একজন সুখি মানুষকে পাওয়া গেলো কিন্তু তার গায়ে জামা ছিলো না।
সৃষ্টিকর্তা আমাদের সব কিছু দেননি, কিছু না কিছু তাঁর কাছে রেখেছেন আমরা যেনো সেটা উপলবদ্ধী করতে পারি। সারাদিন না খেয়ে থাকা একটি পথ শিশুকে যদি প্রশ্ন করো– ”তোমার সুখ কিসে? সে বলবে দু’–বেলা পেট ভরে খেতে চাই।
সুখ - সেটা একটা কবিতা থেকেও জন্ম নিতে পারে। কোন অর্থ বহন করে না, এরকম কোন কবিতা থেকে ও হতে পারে। কবিতার মত দেখতে কিন্তু কবিতা না- এরকম কোন কবিতা ও হতে পারে।
0 Comments