মাত্র ৫৩ রানে ৬ উইকেট হারিয়েছিল স্কটল্যান্ড। সেই স্কটল্যান্ড শেষ ৮ ওভারে তুললো ৮৫ রান! ক্রিস গ্রিভসের স্বপ্নের রাতে এ ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে দিল স্কটল্যান্ড! ক্রিস গ্রিভস ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৫ রান করে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ঠিক পথে ছিল না সেভাবে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জুটি চাপটা সামাল দিয়েছিল, তবে পার করাতে পারেনি। টপ অর্ডার এদিন ব্যর্থ, মিডল অর্ডারে বলের সঙ্গে পাল্লা দিয়ে ওঠেনি রান। শেষের কাজটা তাই ছিল বেশ কঠিন। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৪ রান, একটি করে ছয় ও চার মেরে মেহেদী হাসান বৃথা চেষ্টাই করেছেন শুধু। বাংলাদেশ থেমেছে ১৩৪ রানে। স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপ শুরু হয়েছে মাহমুদউল্লাহর দলের। #icct20worldcup2021 #BANvsSCO #
0 Comments