আইডিএফ ওয়াগ্গা প্রবীণ কর্মসূচি 'র আওতায় "ডিজিটাল সমতা,সকল বয়সের প্রাপ্যতা"এই শ্লোগানে যথাযথ মর্যাদায় অদ্য ০৭/১০/২০২১ ইং তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২১ উদযাপন করা হয়। প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য রালী আলোচনা সভা এবং ১০০ জন প্রবীণ ব্যাক্তির মাঝে ১,৫০,০০০ টাকা বিতরণ করা হয়। উক্ত রালী উদ্বোধন করেন জনাব দিপ্তীময় তালুকদার সদস্য জেলা পরিষদ,রাঙ্গামাটি পার্বত্য জেলা, জনাব চিরনজিত তনচংগ্যা চেয়ারম্যান ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ। এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের প্রবীণ কারবারি গণ,বড়ইছড়ি শাখা ব্যবস্থাপক সহ গণ্যমান্য ব্যাক্তিবগ। দিবসের সার্বিক ব্যবস্থাপনার ছিলেন জনাব মো:নুরুল আলম সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি ওয়াগ্গা,কাপ্তাই রাঙ্গামাটি পার্বত্য জেলা।
0 Comments