শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজটা প্রোটিয়ারা হেরেছিল ১-২ ব্যবধানে। তবে দক্ষিণ আফ্রিকানরা টি-টোয়েন্টি
সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়বার ১০ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। এবারের আগে ২০০৭ সালে জোহানেসবার্গে পাকিস্তানকে ও ২০১২ সালে হাম্বানটোটায় জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারায় দলটি।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরুটা খারাপ ছিল না দলটির। দুই ওপেনার কুশল পেরেরা ও আভিস্কা ফার্নান্ডো ১০ বলেই তুলে ফেলেছিলেন ১৮ রান। তবে ৪ বল ও ১ রানের মধ্যে ফার্নান্ডো (১২) ও ধনাঞ্জয়া ডি সিলভার (১) বিদায়ের পর চতুর্থ ওভারের শেষ বলে ভানুকা রাজাপাকসেকেও হারায় লঙ্কানরা। ২৮ রানে ৩ উইকেট হারানো দলটি এরপর আর রানের গতি বাড়াতে পারেনি।
কুশল মেন্ডিসের ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান ছাড়া বলার মতো পেয়েছেন শুধু চামিকা করুনারত্নে। নয়ে নেমে ১৯ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন এই মিডিয়াম পেসার।
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার বিওর্ন ফরটুইন ২১ রানে ও ফাস্ট বোলার কাগিসো রাবাদা ২৩ রানে নেন ২টি করে উইকেট। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন এইডেন মার্করাম, কেশব মহারাজ ও উইয়ান মুল্ডার।
0 Comments