Header Ads Widget

Responsive Advertisement

কালাইয়ে‌ মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ২

 


মোঃ রাফিউল ইসলাম:

 কালাই (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধি:


জয়পুরহাটের কালাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে  জনকে আটক করেছেন‌ এসআই মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) মোঃ বুলবুল আহম্মেদ, এএসআই মোঃ হুমায়ন কবীর, এএসআই (নিঃ) মোঃ আল-আমিন, সকলেই কালাই থানা গতকাল ১৩/০৯/২০২১ তারিখ ১৫:৩০ ঘটিকার সময় কালাই থানাধীন জিন্দারপুর ইউনিয়ন এর অন্তর্গত চর বাখড়া গ্রামের ব্রীজ সংলগ্ন স্থান হতে আসামী ১। মোঃ বিপ্লব (৩১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- পালিকান্দা (উত্তরপাড়া), 

২। মোঃ মোস্তফা মোল্লা (২৮), পিতা- মোঃ ইন্দাজ আলী মোল্লা, সাং- কুমলিহার মুন্নাপাড়া, উভয় থানা- শিবগঞ্জ, জেলা-বগুড়া।

আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে ০২ (দুই) পোটলা হেরোইন, ওজন- ০২ (দুই) গ্রাম, মূল্য অনুমান- ৮,০০০/- (আট হাজার) টাকা ।এবং  ১২ (বার) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ১.২ গ্রাম, মূল্য অনুমান-৩৬০০/- (তিন হাজার ছয়শত) টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালাই থানা পুলিশ।

Post a Comment

0 Comments