Header Ads Widget

Responsive Advertisement

বন্যা হাতির আক্রমণে ১ পথচারী পাগল নিহত

 


মোঃএমরান 

বান্দরবান


জেলা প্রতিনিধি


 আজ (১৪ সেপ্টেম্বর ২০২১) মঙ্গলবার ভোর রাতে লামা উপজেলা'র ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর অন্তর্গত  ইয়াংছা'র (ছয়) মাইল নামক স্থানে রাত ৮টা থেকে পাহাড়ের খেত খামারিদের উপর এক বন্য হাতির  পাল  হামলা চালায়। 


এর পর রাত ১০টায় আমাকে কল দিয়ে বলে হাতির আক্রমণে মোঃ জামাল উদ্দিন নামের এক ব্যক্তি  আহত হয়,  আমি ফোন পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে যাওয়ার জন্য বের হয়, এমন কি প্রায় ঘটনা স্থলের কাছাকাছি চলে যায় এর পর ঐখান থেকে বলে আমাকে আর উপরে না যায়তে কারণ তখন সব হাতি আমার একটু সামনেই  ছিলো।


এর পর আমি ঐখান  থেকে আবার যখন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম তখন একটু সামনে এসেই দেখি পাহাড় থেকে আরেক হাতির পাল রাস্তায় নেমে আসলো এমন কি আমার সামনেই চলে আসলো, এর পর আমি ঐখান থেকে পালিয়ে ইয়াংছা ফরেস্ট অফিসের কাছাকাছি এসে দাঁড়ায়,  এসে দেখি অনেক গুলো গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখলাম অনেক গাড়ি এবং অনেক মানুষের ভীড় ,  কারণ রাস্তায় হাতি থাকার কারনে তারা যায়তে পারছেন না বলে জানিয়েছেন।


 এর পর আমি বাসায় চলে আসি, এর কিছুক্ষণ পর রাত ১২টার দিকে আবারো বন্য হাতির আক্রমণ এর কথা শুনে আমি ববারো রাস্তায় যায় এবং রাত ১টা পর্যন্ত ছিলাম এর পর আমি আবারো বাসায় চলে আছি।


এর পর সকালে আমি ঘুম থেকে উঠেই শুনি আমাদের ইয়াংছা'র এক পাগল বন্য হাতির আক্রমণে নিহত হয়।


স্থানীয়রা জানান এই হাতির পাল গুলো বেশ কিছু দিন ধরে অনেক মানুষের ক্ষয় ক্ষতি করে আসতেছে, এবং পাহাড়ের  সবজি খেত,বাড়িঘরও ধ্বংস করে আসছে। খেত খামারীরা প্রতিদিন  সারারাত পাহারা দিচ্ছিলো হাতির আক্রমণ থেকে  তাদের খেত রক্ষা করার জন্য। 


গতকাল সোমবার রাত এক  হাতির দল রাস্তায় ওঠে আসায় প্রায় ১ঘন্টা  যাবৎ গাড়ি চলাচল বন্ধ ছিলো। 


নিহত  পাগলটি কে আক্রমণ করার পর হাতির দলটি   পাহাড়ে  চলে যায়।


নিহত পাগল'টি  ইয়াংছা এলাকায় প্রায় ০৩-০৪ বছর ধরে ছিল। কাউকে কোন ধরনের  ক্ষতি করতো না। খিদা লাগলে তা  নিবারনের জ্বালায় অল্প খাবারের জন্য  বিভিন্ন দোকানে এবং বিভিন্ন বাড়িতে   গিয়ে খাবার আহরণ করতো।এবং বিভিন্ন এলাকা ও রাস্তায়  হেঁটে হেঁটে ঘুরাঘুরি করতো।


স্থানীয় সুত্রে জানান, পাগল টি  ভোর রাতে রাস্তা দিয়ে  হেঁটে হেঁটে ইয়াংছা বাজার থেকে  চকরিয়া'র দিকে চলে যায়, এমন সময় স্হানীয় কয়েকজন তাঁকে ঐদিকে না যাওয়ার জন্য আটকানোর চেষ্টা করছিলো, কিন্তু পাগল টি তাদের বাঁধা অমান্য করে হেঁটে হেঁটে চকরিয়া'র দিকে চলে যায় এবং যাওয়ার পথে(ছয়) মাইল নামক স্থানে এক  হাতি'র দলের সম্মুখীন হয়ে পরে, এর পর  পাগল টির উপর হাতির  আক্রমণ শুরু হয়। এবং ঘটনা স্থলেই পাগল টি নিহত হয়। 


এর খবর পাওয়ার সাথে সাথে ইয়াংছা চেকপোস্টের আইসি  জনাব দীপন ঘটনা স্থলে ছুটে যায় এবং লামা থানায় খবর দেয়, এর পর লামা থানা থেকে পুলিশ  এসে লাশ টি কে লামা'য় নিয়ে যায় এবং আজ সকাল ১০ঘটিকার দিকে লাশটি কে পোশমর্টেম করার জন্য বান্দরবান নিয়ে যাওয়া হয়।

Post a Comment

0 Comments